About US

আমরা কারা?

ইন্টারনেটের প্রসারের ফলে প্রচুর তথ্য এখন হাতের মুঠোয়। আর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এবং সহজলভ্যতার কারণে এই তথ্যের প্রবাহে অবাধে মিশে গেছে মিথ্যা খবর, ভুয়া ঘটনার গল্প, উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা। কারও হাতে সময় নেই তথ্যের সত্যতা যাচাই করার। তথ্যের উৎস কোথায় আর তা কতটা নির্ভরযোগ্য সে সম্পর্কে এখনও রয়েছে আমাদের সচেতনতার অভাব?

বাংলা ভাষায় এ সব তথ্য ও ভাল কন্টেন্টের ব্যাপক চাহিদা থাকলে এখনও তৈরী হয়নি বাংলায় ভাষায় তথ্য বা কন্টেন্টের পর্যাপ্ত সত্য ও নির্ভরযোগ্য উৎস।

এ সকল সমস্যাকে মাথায় রেখে vusuku.com যাত্রা শুরু করেছে।

আমরা কি চাই?

বাংলা ভাষায় সোশ্যাল ব্লগ ও কন্টেন্ট এর একটি পরিপূর্ণ ও গ্রহণযোগ্য কেন্দ্রবিন্দু হতে চাই আমরা। জ্ঞান, আধুনিকতা, দেশীয় ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়ে ও বাংলাভাষী লেখক-পাঠকদের প্রযুক্তিগত শক্তিকে কাজে  লাগিয়ে বিশ্বমানের কন্টেন্ট প্ল্যাটফর্ম হওয়ার স্বপ্ন সত্যি করতে চায় vusuku.com

To Top